Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

১৯৭৪ সনের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদে গৃহীত ৩১নং এ্যাক্টের মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয় এবং উক্ত আদেশ বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের ৯ই সেপ্টেম্বর ১৯৭৬ তারিখের সভায় অনুমোদিত হয়। উপরোক্ত ধারামতে বাতিলকৃত ঢাকাস্থ এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত সকল পাকিস্তান আটস কাউন্সিলের সম্পূর্ণ দায়-দায়িত্ব অত:পর কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপর বর্তাইয়াছে এবং বাংলাদেশের সকল জেলায় ও মহকুমা শহরে উক্ত এ্যাক্ট বলে বাতিলকৃত সাবেক পাকিস্তান আর্টস কাউন্সিলের পরিবর্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২০-১০-২০১৪ তারিখে অনুষ্ঠিত ৮৫তম সভার সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের ০৯-০৯-১৯৭৬ তারিখে অনুষ্ঠিত ১০তম সভায় অনুমোদিত শিল্পকলা পরিষদ গঠনতন্ত্র সংশোধন করে গঠিত প্রতিষ্ঠানসমূহকে জেলা শিল্পকলা একাডেমি নামে আখ্যায়িত করা হয়।উক্ত অফিসটি হাজী মহসিন সড়ক,নীলফামারীতে অবস্থিত।বর্তমানে জেলা শিল্পকলা একাডেমি, নীলফামারীতে ১০জন প্রশিক্ষক রয়েছে। তারা সংগীত, নৃত্য, তবলা, আবৃত্তি/নাটক, দেশীয়বাদ্যযন্ত্র দোতরা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন।এছাড়া ফোকলোর সেল, চলচ্চিত্র সংসদ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল এর কার্যক্রম চলমান রয়েছে। প্রতিবছর ৫জন গুণীশিল্পীকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়।

 

জেলা শিল্পকলা একাডেমি, নীলফামারী জাতীয় আশা-আকাঙ্খার সঙ্গে সঙ্গতি রেখে জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির, ললিতকলার, সমৃদ্ধি, প্রসার ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা সৃষ্টি করে জেলার মানুষের মধ্যে শিল্প-সংস্কৃতির প্রবাহ তৈরি করে ‘সৃজনশীল বাংলাদেশ’ স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে। গত ৩ অর্থবছরে জেলা শিল্পকলা সম্মাননা প্রদান, রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী এবং মৃত্যুবার্ষিকী উদযাপন, জাতীয় দিবস সমূহ উদযাপন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক জাতীয় নাট্যোৎসব ২০১৫, স্বপ্ন ও দ্রোহের জাতীয় নাট্যোৎসব ২০১৩, সাহিত্য নির্ভর নাট্যোৎসব ২০১৫ চলচ্চিত্র, আবৃত্তি, সংগীত, নৃত্য, চারুকলা, ফটোগ্রাফিসহ শিল্পের বিভিন্ন শাখায় দেশের শিশু, কিশোর, যুব ও প্রবীনদের অংশগ্রহণে জেলা শিল্পকলা একাডেমি, নীলফামারী সক্রিয় অংশগ্রহণ ছিল। জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা আয়োজন সহ স্থানীয় এবং জাতীয় পর্যায়ে নানামুখী বিভাগে দক্ষ প্রশিক্ষক নিয়োগ, সিলেবাস ভিত্তিক প্রশিক্ষণ প্রদান, নিয়মিত অভিভাবক ও নৃগোষ্ঠী সেল গঠন, চলচ্চিত্র সংসদ গঠন সহ আরো অনেক কর্মসূচি গ্রহণের মাধ্যমে জেলা শিল্পকলা একাডেমি, নীলফামারী তার কাঙ্খিত লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে।